ইমেইলে সিগনেচার যুক্ত করুন

সাধারণত আমরা প্রতিটা ইমেইলের নিচে, বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো ইমেইলের নিচে নিজের নামের সাথে আরো কিছু তথ্য যুক্ত করে দেই সেটা হতে পরে নিজের ওয়েবসাইটের ঠিকানা, মোবাইল নম্বর, বাসস্থানের ঠিকানা, প্রতিষ্ঠানের নাম বা এরকম অন্য কিছুকিন্তু প্রতিটা ইমেইল লেখার পর গতানুগতিকভাবে এই তথ্যগুলো লেখাটা বেশ বিরক্তিকরতাই জনপ্রিয় প্রায় প্রতিটি মেইল সার্ভিসেই স্বয়ংক্রিয়ভাবে এই তথ্যগুলো যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছেএটাকে ইমেইল সিগনেচার বলা হয়

 

আপনি যদি ইয়াহু মেইলে আপনার সিগনেচার যুক্ত করতে চান, তাহলে প্রথমে সাইন ইন করে উপরের ডান কোণে অবস্থিত Options এ ক্লিক করুনএটি Search Mail এবং Search the Web বাটনদুটোর ঠিক উপরেই অবস্থিতএখানে সিগনেচার নামে একটা অপশন দেখতে পাবেনএর উপর ক্লিক করলে একটা টেক্সট বক্স আসবেএই টেক্সট বক্সে আপনার নাম, পরিচয় ইত্যাদি যা কিছু আপনি প্রতিবার স্বয়ংক্রিয়ভাবে পাঠাতে চান, সেগুলো লিখে উপরে অথবা নিচে বাম পাশে যে সেভ বাটনটি আছে, সেটাতে ক্লিক করে বের হয়ে আসুন ব্যাস - এরপর থেকে আপনি যার কাছেই ইমেইল করবেন, প্রতিবারই আপনার মূল বক্তব্যের নিচে আপনার দেওয়া সিগনেচারটি যুক্ত হয়ে যাবেআপনাকে কষ্ট করে প্রতিবার আর সেগুলো টাইপ করতে হবে না

জিমেইল সহ অন্যান্য জনপ্রিয় ইমেইল সার্ভিসগুলোতেও সিগনেচার যুক্ত করার পদ্ধতি মোটামুটি এ রকমইতাই সেগুলো আর লিখলাম না

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ