ফোল্ডার পাসওয়ার্ড সফটওয়্যার

ফোল্ডার পাসওয়ার্ড দেবার জন্য আমরা কতই না সফটওয়্যার ব্যবহার করিকিন্তু এক এক সফটওয়্যারের এক এক সীমাবদ্ধতা আছে কিন্তু ওয়ান সেকেন্ড ফোল্ডার ইনক্রিপশন সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়ফলে উক্ত ফোল্ডারটি মুছে ফেলা, কপি করা, মুভ করা বা খোলা যাবে না এই সফটওয়্যারটি উইন্ডোজ ৯৮ এ সমর্থন না করলেও ৯৮ পরবর্তী সকল সংস্করণে সমর্থন করেমাত্র ৩৬১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.dvdcopyrip.com/1-second-folder-encrypt.html থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিনসফটওয়্যারটি ইনষ্টল করার পরে পাসওয়ার্ড সেট করুনএখন ফোল্ডার লক করতে সফটওয়্যারটি চালু করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুনএবার Encrypt অপশন নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার ইনক্রিপ্ট করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন তাহলে উক্ত ফোল্ডারটি ইনক্রিপ্ট হবেএবার দেখুন ফোল্ডারটি কতটা নিরাপদ হয়েছেএকইভাবে আপনি Decrypt নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিক্রিপ্ট হবে

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ