বাড়িয়ে নিন মোবাইল মডেমের স্পীড

কি ভাবছেন? এটাও কি সম্ভব? জি ভাইয়েরা এটাও সম্ভবআমি আজ আপনাদের তাই লিখতে যাচ্ছিআসল কথায় চলে আসা যাক আমি যেহেতু নকিয়া ব্যবহার করি তাই আমি নকিয়া সেট এর জন্যই লিখব তবে যারা অন্য সেট ব্যবহার করে তারা একটু চেষ্টা করলেই পারবেনআর না পারলে আমি তো আছিইপ্রথমে NokiaPc Suite দ্বারা আপনার সেট কানেক্ট করুন, তারপর Connect to the Internet ফাংশান ব্যবহার করে ইন্টারনেট এ কানেক্ট করুন কানেক্ট হয়ে গেলে এবার ডিসকানেক্ট করে ফেলুনএবার Start মেনু থেকে Run এ ক্লিক করুনএবার ncpa.cpl লিখে Enter চাপুনএখন যে পেইজটা আসলো সেখানে NokiaN70 USB Modem#1বা এর মত একটা জিনিস দেখতে পাবেন

ঐটাতে Right Mouse ক্লিক করে Propertise এ ঢুকে Configure থেকে Meximum speed(bps) এর পাশের Box থেকে click করুন 92160 তারপর ok এবং ok করে বেরিয়ে আসুনএবার NokiaN70 USB Modem#1 Double Click করুন এবং Dial ক্লিক করুনদেখবেন যে কানেক্ট হয়ে গেছে মজার কথা হচ্ছে এর পর থেকে আপনার আর NokiaPc Suite ব্যবহার করতে হবে নাআপনি কেবল Run থেকে ncpa.cpl লিখে Enter চাপবেন, অথবা Controlpanel থেকে Network Connection Click করে NokiaN70 USB Modem#1 তে Doubleclick করে Dial করবেন

বিঃদ্রঃ পরবর্তীতে যদি আপনি NokiaPc Suite ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করেন তাহলে আপনার এই সেটিংস বাদ হয়ে যাবে এবং আপনাকে তা পূনরায় করতে হবেপ্রথমে কানেক্ট করে ডিসকানেক্ট করতে বলেছি কেবল মাত্র যারা প্রথম কানেক্ট করছে তাদের জন্যআর যদি আপনি আগেও কানেক্ট করে থাকেন তাহলে এত কিছু করার দরকার নাইআপনি Run থেকে কাজ শুরু করবেনআমার সেট নকিয়া এন70 তাই NokiaN70 USB Modem দেখায়#1 এর মানে আপনি আপনার কম্পিউটার এর 1 নং পোর্ট এ লাগিয়েছেনBluetooth ব্যবহার করে যারা নেট ব্যবহার করে তারাও এই একই কাজ করতে পারেনতবে আপনাদের স্পিড অত বেশী হবে না আপনারা কোন পোর্ট বা কোন Bluetooth সেটিংস ব্যবহার করছেন তা বের করতে নেট কানেক্ট অবস্তায় Run থেকে ncpa.cpl Enter চাপবেন এবং যে জিনিসটা হালকা নীল রং এর দেখাবে সেটাই আপনার সেটিংস বুঝে নিবেন

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ