পোর্টেবল সফটওয়্যার নিয়ে কিছু কথা

বর্তমানে বহনযোগ্য বা পোর্টেবল সফটওয়্যার বা এ্যাপলিকেশন বেশ জনপ্রিয় ইনস্টল করার ঝামেলা না থাকায় ফ্লাশ ডিক্সে বা এধরনের রিমুভাল ডিক্সে এধরনের সফটওয়্যার রেখে অনায়াসে চালানো যায় আপনি চাইলে পোর্টেবল সফটওয়্যারগুলোকে মেনু হিসাবে সাজিয়ে রাখতে পারেন www.portableapps.com এর ম্যানেজার দ্বারা শুধুমাত্র উক্ত সাইটের বহনযোগ্য সফটওয়্যারই মেনুতে সাজিয়ে রাখা যায়কিন্তু CodySafe দ্বারা সহজেই যেকোন বহনযোগ্য সফটওয়্যার মেনুতে অন্তরভূক্ত করা যাবে১.৬৮ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://codyssey.com/products/codysafe.html থেকে ডাউনলোড করে নিনএবার যেকোন রিমুভাল ডিক্স সংযুক্ত করে সফটওয়্যারটি উক্ত ড্রাইভে ইনস্টল করুনতাহলে রিমুভাল ডিক্সে অটোরান ফাইলসহ দুটি ফোল্ডার তৈরী হবেএবার সফটওয়্যারটি চালু করে Options এ ক্লিক করে Applications Manager এ ক্লিক করুন এবং Add Applications ট্যাবে গিয়ে ইচ্ছামত এ্যাপলিকেশন যুক্ত করুনএছাড়াও Applications Management, Autorun Management থেকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেনব্যাস এখন থেকে রিমুভাল ডিক্সটি সংযুক্ত করলেই এই মেনুটি চালু হবে (অটোরান বন্ধ করা না থাকলে) যেখান থেকে খুব সহজেই এ্যাপলিকেশন চালু করতে পারবেন

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ