ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ

বর্তমানে অনলাইনে কুরআনের বাংলা অনুবাদের বেশ কয়েকটি সাইট থাকলেও ডাউনলোডযোগ্য কুরআনের বাংলা অনুবাদের সাইট সম্ভবত একটাই আছেআর সেটা হল কুরআন টুডে ডট কমএই ওয়েব সাইটে ডঃ জহুরুল হক কর্তৃক অনূদিত পবিত্র কুরআন শরীফের সম্পূর্ণ বাংলা অনুবাদ পিডিএফ ফরম্যাটে বিনামূল্যে ডাউনলোডযোগ্য অবস্থায় আপলোড করা আছেযে কেউ খুব সহজেই এখান থেকে সম্পূর্ণ অনুবাদ ডাউনলোড করে নিতে পারবেনকিন্তু একটা ছোট্ট সমস্যা হল, সাইটটিতে পুরো অনুবাদটি একটি মাত্র পিডিএফ ফাইলে না দিয়ে 114টি সূরাকে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইলে স্থান দেওয়া হয়েছেযেসব ইউজার সাইবারক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করেন এবং যাদের ইন্টারনেটের স্পীড খুব কম, তাদের ক্ষেত্রে হয়তো এভাবে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইল ডাউনলোড করা অসুবিধাজনক হতে পারেকাজেই প্রথম যেদিন আমি ফাইলগুলো ডাউনলোড করি, সেদিন থেকেই আমার মনে হতে থাকে যে এই চমত্কার অনুবাদটি একত্রিত করে ইন্টারনেটে পাওয়া গেলে অনেক ব্যবহারকারীই হয়তো উপকৃত হবেনমূলত এই উদ্দেশ্যেই ডঃ জহুরুল হকের সম্পূর্ণ অনুবাদকে একটি মাত্র পিডিএফ ফাইলে একত্রিত করা হয় এবং পাঠকদের সুবিধার জন্য সূরা অনুযায়ী সূচীপত্র, পারা অনুযায়ী বুকমার্ক প্রভৃতি যুক্ত করা হয়সবচেয়ে আনন্দের ব্যাপার হল পুরো সমন্বিত ফাইলটির আকার হয়েছে মাত্র 4.32 মেগাবাইটযদিও বর্তমানে কুরআন শরীফের একটি সফটওয়্যার ইন্টারনেটে ফ্রি পাওয়া যাচ্ছে, তবুও আশা করছি সবাই এটাও ডাউনলোড করবে এবং নিয়মিত পড়বেসমন্বিত অনুবাদটি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ