ভাইরাসের কারণে ফোল্ডার হিডেন হলে ফিরে পাওয়া

ভাইরাসের কারণে অনেক সময় হার্ডডিক্সের বা ফ্লাশ ডিক্স (পেন ড্রাইভ) এর ফোল্ডার হিডেন হয়ে যায় ফলে এই ফোল্ডারগুলো যেমন আনহাইড করা যায় না তেমনই সার্চ করলে ফলাফলও পাওয়ার যায় নাফোল্ডারগুলো খুঁজে পেতে Control Panel থেকে Folder Options খুলুনএবার View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুনএবার উক্ত ফোল্ডারে সার্চ (Advanced Options থেকে Search hidden files and folders চেক করে) করুন তাহলে হিডেন হওয়া ফোল্ডারগুলো দেখা যাবেভাইরাস জনিত কারনে ফোল্ডারগুলো হিডেন অপশন ডিজেবল হলে উক্ত ফোল্ডারগুলোর প্রোপাটিস থেকে হিডেন চেক বক্স আনচেক করা যাবে না ফলে ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে প্রদর্শিত হবে নাহিডেন অপশন সক্রিয় এবং আনচেক করতে পারবেন এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যার দ্বারা১.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যারটি www.petges.lu থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান সেই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Change Attributes এ ক্লিক করুন এবং Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক Ok করে করুন
ব্যাস এবার দেখুন ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখন Folder Options এর View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করে আসুন

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ