উইন্ডোজ এক্সপি তে দ্রুত গতিতে Copy/Move করুন

‘Tera Copy’ হল এমন এক সফটওয়্যার যা আপনার হার্ডডিস্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফাইল ট্রান্সফার করবে একটা হার্ডডিস্ক থেকে আরেকটা হার্ডডিস্কে অথবা এক পার্টিশন থেকে আরেকটায় ১০০ মেগাবাইট/সেকেন্ড গতিতে এবং হার্ডডিস্ক থেকে যে কোন পেনড্রাইভে ১৫ মেগাবাইট/সেকেন্ড গতিতে ফাইল ট্রান্সফার করেপেনড্রাইভের উপর এটার কাজ আসলেই অসাধারণ ভিস্তার মত, এটাও কত গতিতে কপি/মুভ হচ্ছে তা দেখাবে ডাউনলোড করার পর এটা ইন্সটলের জন্য এর teracopy.exe ফাইল এ ক্লিক করলেই হবে মজার ব্যাপার হলএটা কিন্তু ইন্সটল হওয়াটা দেখাবে নাকিছু সেট আপও করবে নাএমনিই যা কাজ হবার হয়ে যায়অনেকে চিন্তায় পড়ে যায়, যে কিছু হচ্ছে না কেন !!
teracopy.exe ফাইল এ ক্লিক করার ২/৩ মিনিট পর আপনি নিজে থেকে কোন ফাইল কপি করে টেস্ট করে দেখতে পারেন এটা নিজে থেকেই চালু হবে

ডাউনলোড করুন এই লিংক থেকে

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ