আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান?

 

আজকাল বেশকিছু হতচ্ছাড়া ভাইরাসের অস্তিত্ত পাওয়া যাচ্ছে , যাদের কবলে পড়ে সাধারণ ইউজারদের জীবন হয়ে উঠছে বিষময়এমনকি এন্টিভাইরাসগুলোও পড়েছে বিপাকে
এন্টিভাইরাস পারেনা কিন্তু আপনি সহজেই আপনার পিসিকে মোটামুটি এইসব হতচ্ছাড়া ভাইরাসগুলোর কবল থেকে মুক্ত রাখতে পারেন
প্রথমত, বেশির ভাগ ভাইরাসই চালু করার জন্য একটি autorun.inf নামে ফাইল হিডেন অবস্থায় থাকেকোনভাবে যদি ঐ ফাইলটা ডিলিট করা যায় তাহলেই ব্যাস
তাছাড়া মনে রাখবেন পেনন্ড্রাইভে বা কোনো ড্রাইভে যদি কোনো ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটিতে যদি ডাবল ক্লিক করে খোলার চেষ্টা করা হয় তবে ভাইরাসটি অ্যাক্টিভেটেড হয়ে যায়যাহোক এবার কাজের কথায় আসি আপনার পেনড্রাইভটিতে যে ভাইরাসগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতে পিসিতে পেন্ড্রাইভটি ওপেন করার আগে কিছু কাজ করে নিন
ডেস্কটপে myAntivirus নামে একটি ফাইল তৈরি করুন যার এক্সটেন্সন থাকবে .bat অর্থা আপনার পুরো ফাইল্টির নাম হবে myAntivirus.bat এবার ফাইলে রাইট বাট্টন ক্লিক করে এডিট ওপ্সন সিলেক্ট করুনএবার তাতে লিখুন
X:
cd\
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del "New Folder.exe" /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer X:
যেখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ ঢুকালে যে ডিরেক্টরিতে সেটি পাওয়া যায় সেটি যেমন J কিংবা I এবার ফাইলটি সেভ করে রাখুন
আপনি যখনি পেন্ড্রাইভ ঢুকাবেন তখনি পেন্ড্রাইভে ক্লিক করে অপেন না করে বরং এই ফাইল্টিতে ডাবল ক্লিক করবেন দেখবেন পেন্ড্রাইভ অপেন হয়েছে বাট কোনো ভাইরাস নাই
উল্লেখ্য যে পেন্ড্রাইভে কোনো হিডেন *.exe ফাইল রাখবেন না

                         লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ