ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা

ওয়্যারলেস এ্যাপলিকেশন প্রটোকল বা ওয়াপ মূলত ওয়্যারলেস (মোবাইল) জাতীয় ডিভাইসগুলোর উপযোগী করে তৈরী করা হয় ওয়াপ সাইটগুলো ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (wml) দ্বারা তৈরী করা হয় ফলে ওয়েব ব্রাউজারে এই সাইটগুলো দেখা যায় না ওয়াপ সাইটে প্রবেশ করতে গেলে পেজটি লোড না হয়ে সেভ অপশন আসে তবে মজিলা ফায়াফক্সে wmlbrowser এ্যড-অন্সটি ইনস্টল করলে ওয়েব সাইটের মতই ওয়াপ সাইট দেখা যাবেফায়ারফক্সের ১.৫ সংস্করণ বা এর পরের সকল সংস্করণে উইন্ডোজ এবং লিনাক্সে এই এ্যাড-অন্সটি সমর্থন করবেএজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/62 থেকে মাত্র ৮৮ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করুনএ্যাড-অন্সটির নিজস্ব সাইট http://wmlbrowser.mozdev.org থেকেও আপডেট এবং বিভিন্ন তথ্য পাওয়া যাবে

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

                                                                                                                     

                                                                                          বস খোকন

                         মেইল : khokonworld@yahoo.com

                    হ্যালো: +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ