Windows XP ইনস্টল করার পর Windows 98 ইনস্টল করা সম্ভব

নিম্নলিখিত শর্তগুলি পূরণ না হলে টিউটোরিয়ালটি কাজ নাও করতে পারে:

Windows 98 ইনস্টলেশন:
সাধারন নিয়মে Windows 98 ইনস্টলেশন শুরু করুনধাপে ধাপে এগিয়ে যাওয়ার সময় এক জায়গায় উইন্ডোজ কোথায় ইনস্টল হবে তা জানতে চাইবে এবং বাই-ডিফল্ট C:\Windows.000 দেওয়া থাকবেঅন্য ড্রাইভের কোন ফোল্ডার সিলেক্ট করুনযেমন: D:\Windows এবার ইনস্টলেশন সম্পূর্ন করুন

Windows XP'
র বুট লোডার মেরামত:
এই ধাপে BOOTSECT.DOS ফাইলটি তৈরী/মেরামত করতে হবেযদি ফাইলটি C: ড্রাইভে আগে থেকেই থাকে এজন্য নিচের কমান্ডটি লিখে এন্টার দিন

ATTRIB -s -h -r C:\BOOTSECT.DOS

এবার READ.SCR ফাইলটি তৈরী করতে হবে এজন্য নিচের লেখাগুলো Notepad চালু করে হুবহু লিখে READ.SCR নামে সেভ করুন অথবা উপরের দেওয়া লিংক থেকে ও ডাউনলোড করে নিতে পারেনআর ফ্লপি অথবা সিডি ইমেজ ডাউনলোড করলে কিছুই করতে হবেনা সব ওখানে দেওয়া আছে

L 100 2 0 1
N C:\BOOTSECT.DOS
R BX
0
R CX
200
W
Q

বুটেবল ফ্লপি অথবা সিডি দিয়ে কম্পিউটার বুট করুনA: প্রম্পে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন

DEBUG <READ.SCR

এবার Windows XP সেটাপ সিডি দিয়ে কম্পিউটার বুট করুনকিছু অটোমেটিক প্রসেস শেষ হবার পর একটা অপশন আসবে ইনস্টল করবেন নাকি আগের ইনস্টলেশনকে রিপেয়ার করবেনরিপেয়ার অপশন সিলেক্ট করুনরিকভারি কনসোল রান হবেকোন ইনস্টলেশনে লগিন করবেন জানতে চাইলে 1 লিখে এন্টার দিন এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চাইবেXP Home Edition হলে পাসওয়ার্ড কিছুই হবে না শুধু এন্টার দিলে হবেআর XP Professional Edition হলে সেটাপের সময় যে এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিনএবার C:\Windows প্রম্পটে FIXBOOT লিখে এন্টার দিনকনফারমেশন yes করুনকাজ শেষকম্পিউটার রিস্টার্ট করলে ডুয়েল বুটের লিস্ট দেখতে পাবেন

লেখাট বস খোকনের বাক্তিগত মতামত।কারো ভাল না লাগলে বস খোকন দুঃখিত।

বস খোকন

-মেইল : khokonworld@yahoo.com

হ্যালো : +8801716 52 96 85

নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে-আল কোরআন

আপনার মতামত জানাতে ক্লিক করুন এখানে

প্রথম পাতায় ফিরে যেতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ